স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর সার্বিক মানবিক উদ্যোগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির সদস্যরা গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শন করেন।
রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডাঃ পারভেজ রেজা কাকন এবং জেডআরএফ সদস্য ও ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপুর নেতৃত্বে একদল চিকিৎসক আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।