1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:২০|
শিরোনামঃ
অবৈধ ঝাটকা ইলিশ জব্দ: এয়ারপোর্ট থানার উদ্যোগে এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ, প্রশংসায় ইউএনও ফারুক ও ওসি আল মামুন ভূমিকম্পে আহতদের চিকিৎসা নিশ্চিতকরণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ হিজলা বিপন্ন জনপদ রক্ষায় আকুতিঃ আন্তঃজেলা সন্ত্রাসী-চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে হিজলা নাগরিক কমিটির সংবাদ সম্মেলন বরিশাল-৫ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বরিশালের ল-কলেজ কম্পাউন্ডে রোমহর্ষক পারিবারিক নির্যাতন: মায়ের ওপর হামলায় অভিযুক্ত দুই নেতা ছেলে — ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ বরিশাল সদর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি স্বজনদের বিভেদের দেয়ালে বন্দী সাংবাদিকতা: এখনই দরকার আত্মশুদ্ধি, ঐক্য আর ন্যায্যতার নতুন পথ বরিশালে নদীরগর্ভে বিলীন হয়ে গেছে প্রধান সড়ক, তিন জেলার লক্ষাধিক মানুষের ভাগান্তিতে বরিশাল বিএমপি পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ভূমিকম্পে আহত ডাকসুর জিএস প্রার্থী তানভির বারী হামিমের হাসপাতালে খোজ নিলেন ডা.পারভেজ রেজা কাকন

ভাটারখাল কাঁপানো আতঙ্কের রাজত্ব ভাঙল অভিযানে: চাঁদাবাজি–দখল–হামলার অভিযোগে মাসুম পরিবারকে ঘিরে উত্তেজনার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়েছেন

বরিশাল মহানগরীর ১০ নং ওয়ার্ড যেন গত ১ বছর ধরে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে ভুলে যাওয়া একটি জনপদ। ভাটারখাল কলোনির মানুষজন মুখে কিছু না বললেও তাদের চোখের ভেতর জমে ওঠা ভয়—অভিযোগ অনুযায়ী—হঠাৎ করেই বিস্ফোরিত হলো কাঁচাবাজারের সেই দুপুরে।

বহুমুখী কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকদিন ধরেই নীরবে অভিযোগ করে আসছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ধারী মাসুম ও তার পরিবার বাজারে চাঁদা তোলে, স্টল দখল করে, ভয় দেখায়। কিন্তু বলার সাহস পাই না!”

গতরাতে অভিযোগের আগুন যেন অগ্নিকাণ্ডে রূপ নিল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাজারজুড়ে মানুষের গুঞ্জন থেমে যায়। সবাই থমকে দাঁড়ায়। দোকানে বসা বয়স্ক মাছ বিক্রেতা কাঁপা গলায় বলে ওঠেন, আজ পুলিশ এসেছে… হয়তো এবার আমরা বাঁচব!

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ আসতেই মাসুম ও তার পরিবারের কয়েকজন আচমকা রেগে আগুন হয়ে ওঠে। অতর্কিতে পুলিশের ওপর হামলা করে। অবস্থান বুঝে মাসুম হঠাৎ এক কনস্টেবলের হাতে কামড়ে পালিয়ে যায়!

হামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাসুমের স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল, বোন শিল্পী ও বোন জামাই রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আর শনিবার দুপুরে আটককৃতদের মামলা দিয়ে আদালতের সোপার্দ করা হয়।

এঘটনার পর পুরো ভাটারখাল এলাকায় আতঙ্ক, চাপা উত্তেজনা আর কান্নার শব্দ একসঙ্গে মিশে যায়।

এই প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে এক দোকানি কান্নায় ভেঙে পড়েন, প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আজ আমার দোকানটায় হাত না দেয়। প্রতিরোধ করতে গেলে মারধর, মামলা—এমনকি ঘর ভেঙেও দিয়েছে।”

আরেকজন বলেন, আমার ছেলেটা কলেজে পড়ে। ওকে ধরে নিয়ে গিয়ে বলে—বাবার দোকান চালাতে হলে টাকা দে। ছেলেটা তিন রাত ঘুমাতে পারেনি।

একজন নারী দোকানি কাঁদতে কাঁদতে বলেন, আমাদের মেয়ে বিয়ে দিতে পারছি না—এই এলাকার নাম শুনে ভয়ে কেউ আসে না।

বাজারের একজন প্রবীণ ব্যক্তি চোখ মুছে বলেন, এই এলাকায় শান্তি বলে কিছু ছিল না। কেউ প্রতিবাদ করলে রাতের আঁধারে হামলা। শাবল দিয়ে ঘর ভাঙা—সেই শব্দ আজও কানে বাজে। মনে হয় আবার কেউ আসছে।

স্থানীয়দের দাবি, মাসুম ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে এখন পর্যন্ত চাঁদাবাজি, ঘরবাড়ি দখল, মাদক ব্যবসা, প্রকাশ্যে হামলা, সাংবাদিক নির্যাতন, গাড়ি পোড়ানোসহ ২৬টির মতো মামলা আদালতে চলমান আছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা বহুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। আজকের ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আইন নিজের গতিতেই চলবে।”

অভিযুক্ত মাসুম এখনো পলাতক। তাকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভাটারখালের জনমানসে একটাই প্রত্যাশা—‘আর ভয় চাই না, শান্তি চাই’

স্থানীয় মানুষজন উর্ধ্বতন প্রশাসনের উদ্দেশে একটাই আবেদন জানাচ্ছেন—

“দয়া করে আমাদের আবার মানুষ হিসেবে বাঁচতে দিন। যারা ভয় আর আতঙ্কের রাজত্ব কায়েম করেছে—তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। আমরা আর চাঁদা দিতে চাই না। আর মারধর–হামলা দেখতে চাই না। শুধু শান্তি চাই।”

পুরো এলাকাজুড়ে এখন একটা প্রশ্ন— এই ঘটনা কি ভাটারখালের ভয়ের রাজত্ব শেষ করার শুরু?

অভিযোগ সবই অভিযোগ—তদন্তের মধ্যেই সত্য উদঘাটিত হবে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চূড়ান্ত সত্য উদঘাটনের দায়িত্ব পুলিশের বিস্তারিত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo