বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা প্রাঙ্গণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেন, “সরকার সর্বদা জনগণের পাশে আছে। দুর্যোগে কেউ একা নয়—মানবিক সহায়তার মাধ্যমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে শতাধিক পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শন করে তাৎক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের নতুন করে বাঁচার সাহস দিয়েছে।