রাজস্ব বকেয়া পরিশোধ না করায় বরিশালের বহুল আলোচিত শিল্পপ্রতিষ্ঠান সোনারগাঁও টেক্সটাইলস পিএলসি-এর চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান ও পরিচালক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বরিশাল সদর সার্টিফিকেট অফিস।
সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ সালের ২৯ ধারার আওতায় এই পরোয়ানা জারি করা হয়েছে। এতে বলা হয়, পরিচালক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা সরকারি পাওনা (বকেয়া ভূমি উন্নয়ন কর) আদায়ের জন্য মামলা দায়ের করা হয়।
অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর সার্টিফিকেট অফিসে ২০২৪ সালের ২১ মার্চ তারিখে দায়ের করা সার্টিফিকেট মামলা নং– ০৩/২০২৩-২০২৪ এর মাধ্যমে এই দাবি উত্থাপন করা হয়। মামলাটি দায়েরের পরও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক কোন প্রকার সাড়া না মেলায়, দীর্ঘদিন অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত অফিস কর্তৃপক্ষ আইনানুগ পদক্ষেপ হিসেবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে বরিশাল সদর সার্টিফিকেট অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম স্বাক্ষরিত পরোয়ানায় উল্লেখ করা হয়েছে—
> “উল্লিখিত অর্থ যদি অবিলম্বে পরিশোধ না করা হয়, তবে সরকারি পাওনা আদায়ের স্বার্থে অভিযুক্তদের গ্রেফতারপূর্বক আদালতে হাজির করা হবে।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোনারগাঁও টেক্সটাইলস পিএলসি বরিশাল অঞ্চলে দীর্ঘদিন ধরে শিল্প উৎপাদন বন্ধ রেখে জমির উপর মালিকানা দাবি করে আসছে। তবে বকেয়া ভূমি উন্নয়ন করসহ সরকারি রাজস্ব পরিশোধ না করায় বহুবার নোটিশ পাঠানো হয়, কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় সরকারের রাজস্ব বিভাগ এখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে।
এ বিষয়ে জানতে সোনারগাঁও টেক্সটাইলস পিএলসির কোনো কর্মকর্তা বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র বলছে, প্রতিষ্ঠানটির এই অনিয়ম ও দীর্ঘদিনের কর বকেয়া শিল্পাঞ্চলের অন্যান্য উদ্যোক্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, সরকার যদি নিয়মিত কর পরিশোধকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে চায়, তবে বকেয়া পরিশোধে গাফিলতিকারীদের বিরুদ্ধে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিশ্লেষকরা মনে করছেন, সরকারের রাজস্ব আদায়ে এ ধরনের পদক্ষেপ শিল্পখাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।