রিপোর্ট ; জামাল কাড়াল
বরিশালে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এখন সময় সংস্থা এর উদ্যোগে বুধবার (৭জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল শহরের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে বরিশালে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে বরিশাল সিটি কর্পোরেশন-এর ১৫ টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করেছে এখন সময় সংস্থা। এর অংশ হিসেবে এদিন বরিশাল সিটি কর্পোরেশন ৯,১০,ও ১১নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। বরিশালের বিভিন্ন উচ্চ ব্যবসায়ীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এখন সময় সংস্থা সভাপতি মোঃ রাফি, অর্থ বিষয়ক সম্পাদক সম্পাদকঃ মোঃ কাওসার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং মো. নাহিদ, মো. ইমরান হোসেন।