র্দীঘ ১৭ বছর ধরে নানা পথে থেকে দূর্নীতির ও সংগঠনের অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে অবস্থিত হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটির বেশ কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। কমিটির নেতারা নামে বেনামে একাধিক স্টল বরাদ্দ নিয়ে ব্যবসা করে আসছে বছরের পর বছর। এমন কি ভিন্ন আদর্শের ব্যক্তিদের হুমকি দামকি দিয়ে কমিটি বানিজ্য করছে বলে অভিযোগ রয়েছে। আর এতে করে ক্ষতির সম্মূখিন হয়েছে মার্কেটের সাধারন ব্যবসায়ীরা। মার্কেটের একাধিক ব্যবসায়ী প্রতিবেদকের কাছে কমিটির কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মার্কেট পরিচালনা কমিটির পদধারী কয়েকজন নেতারা সাবেক সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত রয়েছে! তবে সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ’র আস্থাভাজন হিসেবে পরিচিত নাছির সরদার। আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে বেশ কয়েক বার হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেটের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে চেয়ার দখল করে রেখেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সাবেক ফ্যাসিস্ট সরকার ও তার বাহিনীর মূল হোতারা দেশ ছেড়ে পালালেও তাদের পাতি নেতারা এখনও ক্ষমতার দাপট দেখিয়ে এখনও দখল করে রেখেছে সভাপতির পদ সহ অনন্য পদ গুলো। শুধু আওয়ামী কমিটির নাছির সরদার সভাপতির পদটি দখল করেও শান্ত হয়নি। তাদের অওয়ামী বাহিনীর অন্য সদস্যদেরকেও কমিটির অন্য পদ গুলোতে বসিয়ে স্থান দখল করে রেখেছে। কমিটির অন্য পদ যাদের দখলে রয়েছে তারা হলেন- হাসেম শেখ, মোশারেফ ঢালী, ওদুদ মিয়া, মিলন মোল্লা, মোস্তাক ঢালী, সজিব, মজিবর। এরা এখনও বহাল তবিয়তে থেকে নতুন করে ক্ষমতার দাপট দেখিয়ে চলছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ আওয়ামী সরকার ক্ষমতায় নেই। কিন্তু তার বাহিনীরা এখনও কাদের জোর দেখিয়ে মার্কেট কমিটিতে রয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন জেগেছে মার্কেটের ব্যবসায়ীদের মাঝে। সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। তবে মার্কেটের ব্যবসায়ীরা ঐক্য হয়ে আওয়ামী বাহিনীর কমিটি বাতিল ঘোষনা করে নতুন ভাবে মার্কেটের সকল ব্যসায়ীদের সাথে নিয়ে নতুন একটি কমিটি করার দাবি জানিয়েছেন। মার্কেট পরিচালনা কমিটির নানান অনিয়ম-অর্থলুট করার অভিযোগের বিষয় এবং আওয়ামী বাহিনীর সদস্য হয়েও আপনি এখনও কি ভাবে কাদের ক্ষমতায় কমিটিতে সভাপতির পদ দখল করে রেখেছেন জানতে নাছির সরদারের কাছে জানতে চাইলে তিনি প্রথমেই বলেন, আমি যুদ্ধের পর থেকে আর আওয়ামী লীগ দল করি না। তবে মার্কের জন্মলগ্ন থেকে মার্কেটের নেতৃত্ব দিয়ে আসছি। তবে সরকার পতনের পর মার্কেটের কিছু ব্যবসায়ীরা নতুন কমিটি করতে চাচ্ছে। আমি তাদের বলেছি পুরানো কমিটি ভেঙ্গে নতুন করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। অর্থ লুটপাটের বিষয়ে জানতে তাইলে তিনি বলেন, এটা সম্পূর্ন মিথ্যা।