ভোলার মনপুরায় সম্প্রতি “দৈনিক নাগরিক সংবাদ” নামক একটি অনলাইন পত্রিকায় “মনপুরা উপজেলার সংরক্ষিত বনে নির্বিচারে গাছ নিধন চলছে” ও দৈনিক তৃতীয় মাত্রা নামক অনলাইন পোর্টালে মনপুরা সংরক্ষিত বনে গাছ নিধনের হাহাকার ; নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ মর্মে সাংবাদ প্রকাশ করা হয়। বন বিভাগের বিরুদ্ধে এমন সাংবাদটি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান মনপুরা বন বিভাগ কতৃপক্ষ।
উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘটনাটির প্রকৃত বৃত্তান্ত হলো মুলত মনপুরা উপজেলায় যে গাছ অপসারণের কথা উল্লেখ করা হয়েছে, তার একটি বড় অংশ পানি উন্নয়ন বোর্ডের রিং বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের জন্য সরকারিভাবে অনুমোদিত এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যেই ব্যাখ্যা প্রদান করা হলেও তা প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
কয়েকজন নাম মাত্র স্থানীয়ের বক্তব্যের ওপর ভিত্তি করে পুরো বন বিভাগকে প্রশ্নবিদ্ধ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে সংবাদটি সংশোধন ও সত্যনিষ্ঠ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন মনপুরা বন বিভাগ কতৃপক্ষ।