গৌরনদী প্রতিনিধি // সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। দূর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, গৌরনদী গর্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, দূর্নীতি প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর আহসান আজাদ সহ অন্যান্যরা। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।