নতুন রুপে, সুন্দর সুশৃঙ্খল ভাবে বরিশালকে সাজাতে নিরলস ভাবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন বরিশাল সিটি করপোরেশন এর প্রশাসকের দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।
ইতিমধ্যে তার মেধা ও দক্ষতার প্রসংশা করছেন সিটি করপোরেশন এর জন সাধারণ থেকে শুরু করে সকলেই।
গতকাল ভাটিখানায় অবৈধ ভাবে দুটি পুকুর ভরাট করার সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে এর সাথে জড়িত দের বিরুদ্ধে ব্যাবস্থা নেন।
স্থানীয় সুত্রে জানা যায়,গত শনিবার উত্তর ভাটিখানা জোর মসজিদ সংলগ্ন খান বাড়ীর একটি পুকুরে সিটি করপোরেশন এর অনুমতি ছাড়া বালু ভরাট করার জন্য চলাচল রাস্তা কেটে পাইপ দিয়ে ভরাট করতে চাইলে স্থানীয়রা প্রশাসকের নজরে দেন।তাৎক্ষণিক ভাবে সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কায়সার ঘটনা স্থলে উপস্থিত হন,এবং এর সাথে জড়িত হাফেজ,,,,,,,,,,, কে ডেকে এনে জবাবদিহি করেন।প্রশাসক রায়হান কাওসার এসময় সিটি করপোরেশনের কর্মকর্তা স্বপন কে দায়িত্ব দেন ভরাট কাজে ব্যাবহৃত সকল মালামাল জব্দ করার জন্য।
এর সাথে যদি সিটি করপোরেশন এর কেহ জড়িত থাকে তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হবে জানান প্রশাসক রায়হান কাওসার।
এসময় একই এলাকার রোকেয়া আজিম সড়কের একটি পুকুরের ভরাট চলছিলো এ নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ সৃষ্টি হলে উপস্থিত সাংবাদিকরা প্রশাসক জানান,সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শনে জান সিটি করপোরেশন প্রশাসক রায়হান কাওসার।
ঘটনা স্থানে উপস্থিত হয়ে পুকুর ভরাট করা যাবেনা বলে নিষেধ করে দেন এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগেও বরিশাল সিটি করপোরেশন এর দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভাগীয় কমিশনার রায়হান কাওসার সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন,রাস্তা ঘাট,সিটি সৌন্দর্য বৃদ্ধি করনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বরিশালবাসীর আশা ও ভাবনা বরিশাল সিটি কর্পোরেশন কে আলোকিত শহর হিসেবে গড়ে তুলবে বর্তমান প্রশাসক রায়হান কাওসার।